ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য নির্ধারিত প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের লিঙ্কের মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল, ২০২৪ তারিখ মঙ্গলবার।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ https://agmbd.live/unitedinsurance2024 এই লিঙ্কের মাধ্যমে এজিএম করবে বলে জানিয়েছে।
এর আগে, কোম্পানিটির এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল। এছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে৷
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.