ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সারাদেশের মতো কক্সবাজারে টানা দাবদাহের মধ্যে বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলেও সকাল ৯টা থেকে তা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে রূপ নেয়।
কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন বলেন, ‘ভোরের বৃষ্টিটা গুড়িগুড়ি ছিল। মূলত বৃষ্টি হয়েছে সকাল ৯টার পর থেকে। বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী আরও ২ থেকে ৩ দিন কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
তিন ঘণ্টার বৃষ্টিতে কক্সবাজার জেলাবাসী কিছুটা স্বস্তি পেয়েছে। বেশ কিছুদিন ধরে চলমান তীব্র দাবদাহের পর বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই। অনেকেই জানিয়েছেন, এই বৃষ্টিতে সামান্য হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন তারা। আবার অনেককে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.