ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১১ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ৫৬ মিনিটে পর্যন্ত ডিএসইতে ১৫৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৯ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ৩০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ১১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.