Saturday, January 25, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মিসর ঘুরে এসে যা বললেন মেহজাবীন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যারিয়ারের প্রথম ছবি ‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক ট্যুরে ব্যস্ত মেহজাবীন চৌধুরী। দ্বিতীয় ছবি নিয়েও যাচ্ছে বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে। সম্প্রতি মিসর ঘুরে এলেন তিনি। সেখান থেকে আসার পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিসর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিসরে যাওয়ার।

অভিনেত্রীর দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হয়েছে। যেখানে ‘প্রিয় মালতী’ সিনেমার পুরো টিম ছিল। এর মাধ্যমে অভিনেত্রীর ছোটবলোর স্বপ্নপূরণ হয়েছে ঘুরে এসেছে ‘নীল নদের দান’ মিসর।

অভিনেত্রী মেহজাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিসর ভ্রমণের অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, রেড লুক নেট টপ সঙ্গে ফ্ল্যারেড প্যান্টসে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্সিয়ান সিভিলাইজেশন (এনএমইসি) ঘুরাঘুরি করেছেন তিনি।

ছবি শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। যাদুঘরটিতে এমন কিছু ছিল যা আমি অধীর আগ্রহে দেখছিলাম। কয়েক বছর পরে অবশেষে মমি দেখতে পেয়েছি।

মিসরের ইতিহাস সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যদিও দর্শকদের মমিগুলোর ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, মিসরের অবিশ্বাস্য ইতিহাস দেখার অভিজ্ঞতা আমার মনে প্রাণবন্ত হয়ে থাকবে। এর বাইরে মিসরের আরও অনেক কিছু দেখেছি। মিসর সত্যিই জাদুকরী দেশ।

মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles