ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ এপ্রিল থেকে নির্ধারিত সময় পুঁজিবাজারের লেনদেন চালু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, আগামীকাল ১০ এপ্রিল (বুধবার) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে এবং ১৪ এপ্রিল (রোববার) পহেলা বৈশাখ উপলক্ষ্যে ছুটি থাকায় দেশের পুঁজিবাজারে অফিসিয়াল কার্যক্রম এবং লেনদেন বন্ধ থাকবে।
সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটির পর আগামী ১৫ এপ্রিল, ২০২৪ তারিখ (সোমবার) থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং শুরু দুপুর ২টা ২০ মিনিটে, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং অফিস সময় সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫ দিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ ছিল এবং ২৪ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি একই নিয়মে চালু হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.