Home / জাতীয় / দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৮২ জন

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৮২ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৬.৯৪। আজ বুধবার ৭ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১৬৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

Check Also

আজ গণহত্যা দিবস: রাজধানীতে সমাবেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *