Home / অন্যান্য / সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেলের। নতুন দাম অনুযায়ী এখন সয়াবিন তেল ক্রয় করতে হবে ১৭৩ টাকায়। আজ মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকেই এই দাম কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। সোমবার ১৫ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চিঠিতে এ প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে জারিকৃত এসআরওদ্বয়ের মেয়াদ ১৫ এপ্রিল, ২০২৪ তারিখে শেষ হচ্ছে বিধায় আগামী ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল ও পরিশোধিত সয়াবিন তেল) সরবরাহে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে পণ্য সরবরাহ হবে।

এই হিসেবে আজ থেকে ভোজ্যতেলের মূল্য অর্থাৎ বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়েছে।

এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

Check Also

ঘরের বাতাস শীতল থাকবে যেসব গাছ লাগালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কারণে ঠাসবুনটের শহরে স্বস্তি মিলছে না। সারাদিন কর্মব্যস্ততার পর বাসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *