Home / স্বাস্থ্য বার্তা / ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৪৯৩ জন। আজ মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত একদিনে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪৯ হাজার ২১৯ জন।

এছাড়া দেশে ১৮ মার্চ সকাল ৮টা থেকে ১৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৬ হাজার ৪১৪ জন।

উল্লেখ, নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.০৭ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। তাছাড়া করোনায় মৃত‌্যুর হার দাঁড়িয়েছে ১.৪৪ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

Check Also

স্বাস্থ্যসেবায় পাঁচ বছরে ব্যয় বেড়েছে ৩ গুণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবায় ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মাথাপিছু ব্যয় ৩ গুণ বেড়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *