ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাণ করছেন ‘তোমার সাথে আড়ি’ শিরোনামে একক নাটক। নাটকটির টাইটেল গান গেয়েছেন ইমরান মাহমুদুল।
‘তোমায় দেখে ফিদা আমি/ প্রথম দেখাতে/ ডাগর চোখে তীর মেরেছ/ হৃদয় মাঝেতে’-এমন কথামালায় গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস।
অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি রিলিজ হবে সিডি ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.