Saturday, January 25, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ঈদে ফ্যাশন হাউজের প্রস্তুতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবরের ঈদে ফ্যাশন হাউজগুলোও প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে। তাঁত, খাদি বা পাতলা কাপড়ের চাহিদা বেশি থাকায় গরমের ঈদ ফ্যাশনে চাহিদার শীর্ষে থাকবে রঙিন জামা। ঈদের জন্য অনেক দেখেশুনে সবাই পোশাক কিনছেন। বৃষ্টি আর গরমের মাঝামাঝি সময় ঈদ পড়ায় ফ্যাশন নিয়ে ভাবতেই হচ্ছে। অনেকে অর্ডার দিতে শুরু করেছেন।

ফ্যাশন হাউজগুলো পোশাকের মোটিফ ও নকশায় রাখতে চেয়েছে উৎসবের আমেজ।ঈদ উপলক্ষে প্রায় সব ফ্যাশন হাউজই ভিন্ন-মাত্রিক আয়োজনের দিক ঝুঁকেছে। কাপড়ের মান ও ধরণ তো রয়েছেই একই সঙ্গে গরমের সঙ্গে মানিয়ে পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অলওভার প্রিন্ট এখনও চাহিদার শীর্ষে।

ঈদের আগে এরই মধ্যে ফ্যাশন হাউসের শোরুমগুলোতে নতুন পোশাকের দেখা মিলতে শুরু করছে। শুরু হয়েছে আলোকসজ্জাও। তাতে পোশাকের রং যেন আরও বেশি ফুটে উঠছে। এবারকার ঈদের পোশাকে মূল রঙের মধ্যে রয়েছে অ্যাশ, লাইট ব্রাউন, মেরুন, সাদা, কালো, ক্রিম, মিন্ট, লাল, পিংক, সবুজ, নীল, গ্রিন পিচ ও সি গ্রিন। পোশাকে সহরঙের মধ্যে রয়েছে ম্যাজেন্টা, স্কাই ব্লু ও মাস্টার্ড। রঙের ফিউশন কিংবা নতুন রঙের ব্যবহারও অনেক ফ্যাশন হাউজ করতে চেয়েছে। তবে তা খুব বেশি নয়। গরমের ফিচার রঙগুলোর দিকেই রয়ে গেছে সবার মনোযোগ।

এবারের ঈদে সুতি থেকে শুরু করে সিল্ক, হাফসিল্ক, জর্জেট, সিকোয়েন্স, বলাকা, অ্যান্ডি, লিনেন, মসলিন, শিফনসহ অন্যান্য ম্যাটেরিয়ালেও তৈরি হয়েছে ঈদের পোশাক। শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ, শারারা, কাফতান, টি শার্ট। ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি। ছেলেদের শার্টে হাওয়াই, ফ্লোরাল প্রিন্ট আর প্যান্টের কাটে চিনোস এবারও চাহিদার শীর্ষে। পাশাপাশি আরামদায়ক কাপড়কে পোশাকে গুরুত্ব পাচ্ছে বেশি। আস্তে আস্তে আরামদায়ক পোশাকের দিকেই সবার মনোযোগ বাড়ছে।

এছাড়াও ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের আয়োজন করে থাকে দেশের অন্যতম ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ‘উৎসবের আলিঙ্গন’ থিমে ‘সারা লাইফস্টাইল’ এবারের ঈদ আয়োজনের পোশাকের ডিজাইনে থাকছে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট। উৎসবের আমেজ মোটিফে এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক মোটিফ রাখা হয়েছে ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্ণে। ফেব্রিক হিসাবে ব্যবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটনসহ ইত্যাদি।

উল্লেখ, ঈদের বিশেষ আয়োজনে থাকছে ফুল ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহ। ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন। ‘সারা লাইফস্টাইল’ এর এবারের ঈদ-উল ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles