Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ভালো অবস্থায় সপ্তাহ পার করেছে বিশ্ব শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজারে বেশ চাঙ্গাভাব বিরাজ করেছে। তবে মিশ্র অবস্থায় রয়েছে যুক্তরাজ্য এবং এশিয়ার বেশিভাগ শেয়ারবাজার। নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৫ শতাংশ বা ১৯৬.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৬০৬.৪৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৫ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৬৪ শতাংশ বা ২৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫৬.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৪৩ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ১৮.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮৮৮.২৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৬৫ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ৪৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫২৪.৮০ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০.৯৯ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার: মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.৪৫ শতাংশ বা ৯৫.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৪৬০.৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৬৪ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ৪২.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭১৮.৭৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৭ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৫১.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫৩ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ২৬.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২৩২.৯০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৬ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  যুক্তরাজ্যের মতো মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ১২৩.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৪৪৪.১৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৪৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ৮৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭২৩১.১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.২০ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ১.৭২ শতাংশ বা ৫৮.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭৩.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.২৭ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১১৭.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮৬৮.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯১ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৯ শতাংশ বা ২৫.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৩.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.০৬ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *