Saturday, February 8, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

এসি মিলানে কাইল ওয়াকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়াকার ধারে ম্যানচেস্টার সিটি থেকে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমের বাকি অংশ ইতালিয়ান সিরি আ’তে খেলবেন। চুক্তিতে গ্রীষ্মে এটি স্থায়ী হওয়ার সুযোগও রয়েছে।

ম্যানচেস্টার সিটির অধিনায়ক ওয়াকার সম্প্রতি দুঃসময়ের মধ্য দিয়ে গেছেন। গত ১৫ ডিসেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বিতে হারের পর থেকে তিনি শুরুর একাদশে জায়গা পাননি।

এসি মিলানে পাড়ি জমানোর মাধ্যমে ম্যানচেস্টার সিটির সঙ্গে ওয়াকারের ছয় বছরের সম্পর্কের ইতি ঘটল। ২০১৭ সালে টটেনহ্যাম থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে তিনি ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন। ২০২৩ সালে পেপ গার্দিওলার অধীনে চ্যাম্পিয়ন্স লিগসহ ঐতিহাসিক ট্রেবল জয়ের অংশীদার ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াকার তার বিদায়ী বার্তায় বলেন, ‘ম্যানচেস্টার সিটি… শুরুটা কোথা থেকে করবো? ২০১৭ সালে ক্লাবটিতে যোগ দেওয়ায় আমার স্বপ্ন সত্যি হয়েছিল। সাত বছর পর ১৭টি ট্রফি জিতে; যেখানে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিখ্যাত ট্রেবল জয়ের স্মৃতি, এমনটা ছিল ছেলেবেলার স্বপ্ন।

বর্তমানে সিরি আ’র পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে এসি মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ জয়ে শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার দোরগোড়ায় রয়েছে ক্লাবটি।

ইতালিতে ওয়াকার তার ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থদের সঙ্গে একই দলে খেলবেন। এসি মিলানের সান সিরোতে আগে থেকেই রয়েছেন ফিকায়ো টোমোরি, ট্যামি আব্রাহাম এবং রুবেন লফ্টাস-চিক। নতুন দলে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াকার। তিনি বলেন, ‘এসি মিলানে যোগ দিতে পেরে গর্বের পাশাপাশি অনেক আনন্দিত আমি। এমন এক ক্লাব যার ইতিহাস ভীষণ সমৃদ্ধ এবং ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles