Tuesday, April 22, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ঢাকায় আসেছন ‘তেরা মেরা’ গায়ক মুস্তফা জাহিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০০৭ সালে বলিউডে মুক্তি পায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান’। সিনেমাটি মুক্তির আগেই তুমুল শোরগোল ফেলে ‘তেরা মেরা রিস্তা’ গানটি। ইমরানের জন্য এটি গেয়েছিলেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’ ও ‘এক ভিলেন’ সিনেমাতেও গেয়েছেন তিনি। ২০০৪ সালে গঠিত রক ব্যান্ড রক্সেনের ব্যান্ড নেতা এবং প্রধান কণ্ঠশিল্পীও। এ গায়ক এবার গাইতে আসছেন ঢাকায়।

‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি আয়োজনে তিনি গাইবেন। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ৩টা থেকে।একাই নন, মুস্তফা আসছেন ব্যান্ড নিয়ে। ইতোমধ্যে মুস্তফা জাহিদ তাঁর ব্যান্ড রক্সেনের সঙ্গে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এদিন থাকবে ব্যান্ড পারফরম্যান্স। অন্যদিকে আয়োজকরা জানান, দ্রুতই আয়োজনের বিস্তারিত তথ্য তারা তুলে ধরবে।

১৯৮৪ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের লাহোর জন্মগ্রহণ করেন মুস্তাফা জাহিদ। তিনি বিখ্যাত রক ব্যান্ড জুনুনের প্রাক্তন প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগনে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টির আত্মীয়। ছোটবেলায় তিনি কখনও ভাবেননি গায়ক হবেন। শৈশব থেকেই তিনি সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত। মুস্তফা একবার কলেজের একটি অনুষ্ঠানে আয়োজক ছিলেন, যেখানে তাঁর অধ্যাপকরা তাঁকে গান গাইতে বলেছিলেন। দ্বিধা ছাড়াই তিনি ‘ভিগি ভিগি রাতো মে’ গানের কয়েকটি লাইন গেয়েছিলেন এবং এই অভিজ্ঞতা তাঁকে গান গাওয়ার ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করেছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles