Saturday, February 8, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দুয়ার সার্ভিসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখ বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তথ্যমতে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় কোম্পানিটির কিউআইও (Qualified Investor Offer) এর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, পাশাপাশি উক্ত বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসই এর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কোম্পানিটির গত ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে কিউআইও এর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। কমিশনের ৯ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় শর্তসাপেক্ষে অভিপ্রায় পত্র (Letter of Intent) প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে কোম্পানির উক্ত শর্তসমূহ পরিপালনের শর্ত অনুযায়ী, কোম্পানির নিকট হতে দলিলাদি প্রাপ্তির পর কমিশন ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভায় সম্মতি পত্র (Consent letter) প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ প্রেক্ষিতে উক্ত কোম্পানি কিউআইও অফারের শেয়ার বরাদ্দ (Share subscription) এর জন্য ১৯ জানুয়ারি, ২০২৫ হতে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ নির্ধারণ করে। কিন্তু সম্প্রতি উক্ত কোম্পানির সাথে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে উপর্যুক্ত সিদ্ধান্তটি গ্রহণ করেছে। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles