ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রযুক্তি বিশ্বে আলোড়ন তোলা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির কার্যক্ষমতা আরও উন্নত করতে নতুন মডেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ওথ্রি মিনি’ নামের একটি নতুন এআই মডেল তৈরি করেছে, যা চ্যাটজিপিটিকে আরও জটিল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দক্ষতা বাড়াবে। শিগগিরই এটি এপিআই ও চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে স্যাম অল্টম্যান বলেন, ‘নিরাপত্তা গবেষকদের সহায়তায় আমরা “ওথ্রি মিনি” পরীক্ষা সম্পন্ন করেছি। এখন চূড়ান্ত সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছি এবং কয়েক সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারীদের মতামত নিচ্ছি, যা আমাদের উন্নয়নে সহায়তা করবে। তিনি আরও জানান, নতুন মডেলটি চ্যাটজিপিটি ও এপিআইতে একইসঙ্গে ব্যবহারের সুযোগ থাকবে।
‘ওথ্রি মিনি’ উন্নত লেখা, কোডের ত্রুটি শনাক্তকরণ এবং জটিল প্রশ্নের বিশদ উত্তর দেওয়ার সক্ষমতা নিয়ে এসেছে। এতে চ্যালেঞ্জিং প্রশ্ন মোকাবিলা করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারে আরও কার্যকর হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওপেনএআইয়ের নতুন এই মডেলটি মাইক্রোসফটের ‘ফি-থ্রি মিনি’ মডেলের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। মাইক্রোসফট গত বছর এআই রিজনিং মডেল ‘ফি-থ্রি মিনি’ উন্মোচনের ঘোষণা দেয়, যা হালকা কাঠামোতে জিপিটি-৩.৫ মডেলের ভিত্তিতে কাজ করে। এছাড়া, গুগল, মেটা ও অ্যানথ্রোপিক তাদের নিজস্ব লাইটওয়েট এআই মডেল উন্নয়নে কাজ করছে।
উল্লেখ্য, চ্যাটজিপিটির মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি, নিবন্ধ, কবিতা ও বার্তা তৈরি করতে পারেন। ‘ওথ্রি মিনি’ যুক্ত হওয়ায় এর কার্যকারিতা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.