ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে রাজনীতিতে গুনগত পরিবর্তনে নানা উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে শুরু করেছেন দায়িত্বশীলরা।
এরমধ্যে গত সেপ্টেম্বরের শুরুতে সারাদেশের নেতাকর্মীদের যত্রতত্র ব্যানার-পোস্টার, মোটরশোভাযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় দলের পক্ষ থেকে। অনেকে সেই সিদ্ধান্ত মেনে নিজেদের লাগানো ব্যানার-পোস্টার নামালেও কেউ কেউ তোয়াক্কা না করে বহাল তবিয়তে রেখেছেন ব্যানার-পোস্টার। সেজন্য এসব নেতাকর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিমের নেতৃত্বে রাজধানীতে ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মতিঝিলের দিলকুশা ক্লাবের সামনে থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা ভবন, জীবন বীমা কর্পোরেশন, বিএডিসি, রাজউক ভবন, শিল্প ব্যাংক ভবন পর্যন্ত সকল ভবন ও রাস্তায় দলীয় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, হাবিবুর রশিদ হাবিব, ওমর ফারুক শাফিন, রাশেদ ইকবাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা জাকির হোসেন সিদ্দিকী, আলী আকবর চুন্নু, জাকির হোসেন নান্নুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেন, দলের পক্ষ থেকে জারি করা নির্দেশনা কতটা বাস্তবায়ন হয়েছে তা দেখভালে ইতোমধ্যে গঠন করা হয়েছে ‘দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করা শুরু করেছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.