Sunday, March 23, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসিতে চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে চিঠি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সম্প্রতি বিএসইসিতে ঐক্য পরিষদের দেওয়া চিঠিতে  ফার্স্ট ক্যাপিটালের সিইও মোঃ কাউছার আল মামুনকে অপসারন করা, শাহরাস্তি ডিজিটাল বুথটি বন্ধ করা এবং শাহরাস্তি বুথের ট্রেডা দায়িত্বপ্রাপ্ত মোঃ আলমাসহোসেনকে বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, “বাংলাদেশ পুঁজিবাজার  বিনিয়োগকারী ঐক্যপরিষদশেয়ার বাজারের সু-শাসন প্রতিষ্ঠায়হাউজগুলিতে দুর্নীতিপরায়ন কর্মকর্তা অপসারন এবংবিনিয়োগকারীদের টাকাশেয়ার সুরক্ষার কাজ করে যাচ্ছেএরই প্রেক্ষিতে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিঃএর সিইও সরকার বিরোধী জামায়াতপন্থী মোঃ কাউছার আলমামুন অসাধু এবং দুর্নীতি পরায়ন ব্যক্তিউক্ত কর্মকর্তাবিনিয়োগকারীদেরকে অশ্লীল গালিগালাজ, হুমকি-ধমকি, প্রাননাশের ভয়, পুলিশি ভয় দেখায়যা মোটেই শোভনীয়নয় এবং বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদতা মেনে নিতে পারেনাউক্ত অফিসের বিগত দিনের ভিডিওফুটেজ দেখলে অনেক কিছু প্রমানিত হবেউক্ত সিইও সাহেবসমগ্র দেশে বিএসইসির অনুমোদন ছাড়া/এনিডেস্ক দিয়ে অবৈধভাবে ডিজিটাল বুথচালিয়ে আসতেছে

 গত ১০/১২/২০২২ইং তারিখথেকে চাঁদপুরে একটি অবৈধভাবে ডিজিটাল বুথ চালিয়ে, পরবর্তীতে আগষ্ট ২০২৩ইং তারিখে বন্ধ করে দেয়এতেস্থানীয় বিনিয়োগকারী অনেক ক্ষতিগ্রস্থ হয় এবং আমাদেরকেঅবগত করেআরও একটি ডিজিটাল বুথ অবৈধভাবেশাহরাস্তিতে গত ১০/১০/২০২০ইং থেকে চালিয়ে আসতেছিলযাহা পরবর্তীতে অনুমোদনপায়এভাবে দেশের বিভিন্ন জায়গায় অনিয়মে হাউজচালিয়ে আসতে থাকে উক্ত সিইওশুধু তাই না বিভিন্নজায়গায় ডিজিটাল বুথে এজেন্ট নিয়োগ করে এজেন্টদেরথেকে ব্ল্যাংক চেক নিয়ে পরবর্তীতে ব্ল্যাক মেইল করেযাহাঅত্যান্ত দুঃখজনকইতিমধ্যে উক্ত হাউজের সিইওর বিরুদ্ধেআমরা বিভিন্ন পত্রিকা, অনলাইন পত্রিকা দেখেছি, মাষ্টারফিড এগ্রোটেকের এক পরিচালকের শেয়ারটাকা আত্মসাএর চেষ্টার অভিযোগ উঠেছে এবং ০১/১০/২০২৩ইং তারিখেএক বিনিয়োগকারী বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জকমিশনঢাকা স্টক একচেঞ্জ লিঃ এর বরাবর চিঠি দিয়েঅবগত করেছে, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ এরসিইর বিভিন্ন কর্মকর্তা কর্তৃক বিনিয়োগকারীদেরকে ভয়ভীতি, পুলিশি ভয়প্রাননাশের হুমকি থেকে বাঁচার জন্যপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করে

গত ১৪/০৩/২০২৪ইং তারিখ ও ১৮/০৩/২০২৪ইং তারিখে দুইজন বিনিয়োগকারীকোম্পানীর চেয়ারম্যানপ্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরদুইটি অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নিযাহা ছিলবিনিয়োগকারীদের শেয়ার ট্রেডার মোঃ আলমাস হোসেনঅনুমতি ছাড়া শেয়ার ক্রয়-বিক্রয় করে এবং বিনিয়োগকারীমোঃ মশিউর রহমান বিও নং-১২০৪৪৩০০৭১৯৯১৭৪, একাউন্টধারীর অনুমতি ছাড়া একাউন্ট ক্লোজ করে

যাহাঅত্যান্ত দুঃখজনক এবং আমরা অবগত হইফার্স্টক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ এর শাহারাস্তি ডিজিটাল বুথেএকের পর এক অনিয়ম সংবাদ পাচ্ছি আমরাযাহার জন্যপুরোপুরি সিইও মোঃ কাউছার আল-মামুন দায়ীগত০৩/০৩/২০২৪ইং তারিখে চাঁদপুরের শাহারাস্তি ডিজিটালবুথের ট্রেডার মোঃ আলমাস হোসেন একজন গ্রাহক মোঃমশিউর রহমানকে আহত করে এবং গ্রাহক পরবর্তীতেহাসপাতালে ভর্তি হতে বাধ্য হয় এবং গ্রাহক শাহারাস্তি মডেলথানায় জিডি করেজিডি নং-১৮৯-০৪/০৩/২০২৪ইং।

উক্তসকল বিষয়ে আমরা অবগত হই এবং ধৈর্য্য ধারন করি এবংগত ২৮/০৩/২০২৪ইং উক্ত ডিজিটাল বুথের গ্রাহকগণ একটিচিঠির মাধ্যমে কোম্পানির চেয়ারম্যানপ্রধান নির্বাহীকর্মকর্তাকে অনুরোধ করে শাহরাস্তি ডিজিটাল বুথের ট্রেডারমোঃ আলমাস হোসেনকে প্রত্যাহার করে নতুন ট্রেডার নিয়োগদেওয়ার জন্যকিন্তু অদ্যবধি পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়াহয়নিআমি নিজেকে এম মিজানুর রশীদ চৌধুরী গত১৩/০৮/২০২৩ইং তারিখে ৪/৫ জন বিনিয়োগকারীদের উক্তহেড অফিসে তাদের সমস্যা নিয়ে যাই আলোচনা করারজন্যকিন্তু এত দুর্বব্যবহার করেছে তা শেয়ার বাজারেরমার্কেটের ইতিহাসে বিরল ঘটনাএটা উক্ত সিইওর নিত্যনৈমত্তিক ঘটনা বলে আমরা বিভিন্ন বিনিয়োগকারীদের থেকেজানতে পারি

যাহা উক্ত অফিসের ভিডিও ফুটেজে প্রমানিতহবেইতিমধ্যে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ এরবিনিয়োগকারিরা উক্ত হাউজের বিভিন্ন অনিয়ম দুর্নীতিআমাদেরকে অবগত করেছে এবং আমরাবিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছি আপনার মাধ্যমেপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুঁজিবাজারবিনিয়োগকারি ঐক্য পরিষদ সুপারিশ করবেতাই আপনাকেবিশেষভাবে অনুরোধ করতেছি ঢাকা স্টক একচেঞ্জ লিঃশেয়ার মার্কেটের ভাবমুর্তিসুনাম রক্ষার্থে উক্ত ফার্স্টক্যাপিটাল সিকিউরিটিজ লিঃ এর সিইও মোঃ কাউছার আলমামুনকে অবিলম্বে অপসারণ করার জন্যট্রেডার মোঃআলমাস হোসেনকে বহিস্কার করে আইনের আওতায় এনেপ্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুঁজিবাজারের সু-শাসন প্রতিষ্ঠায়এবং মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার দুর্নীতি মুক্ত ডিজিটালবাংলাদেশ গড়ার সহযোগিতা করবেন

 

ডেইলি শেয়ারবাজার ডট কম/মু.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles