ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। প্রায় সবগুলো কোম্পানির শেয়ার দর ফ্লোরে আটকে থাকায় বিনিয়োগকারীরা ক্ষতির মুখে রয়েছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব দুর্বল কোম্পানির পরিচালনা পর্ষদ পুন:গঠনের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।
ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকিং খাতের ৬ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। এর মধ্যে সদ্য তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৯ টাকা, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৯.৩ টাকা, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৮.৮ টাকা, এবি ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৯.৯ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৯.৮ টাকা এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৫.৪ টাকায় অবস্থান করছে।
এদিকে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার দর ৮.১ টাকা, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেডের শেয়ার দর ৭ টাকা, রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর ৯.৮ টাকা, ডেলটা স্পিনার্স লিমিটেডের শেয়ার দর ৮.৫ টাকা, এপোলো ইস্পাতের শেয়ার দর ৮.২ টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ৫.৬ টাকা, কেয়া কসমেটিক্সের শেয়ার দর ৬.৪ টাকা, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৫.৫ টাকা, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫.৪ টাকা, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শেয়ার দর ৪.৯ টাকা, জেনারেসন নেক্সটের শেয়ার দর ৬ টাকায় অবস্থান করছে।
এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ.কে.এম মিজান-উর-রশিদ চৌধুরী ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, দিনের পর দিন পুঁজিবাজারের খারাপ অবস্থার কারণে সবগুলো শেয়ারের দর কমে গেছে। কিন্তু যেসব কোম্পানির পারফরম্যান্স ভালো না, আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছে সেগুলোর শেয়ার দর ফেসভ্যালুর নিচে নেমে গেছে। যেহেতু এসব কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তাই অনতিবিলম্বে এদের পর্ষদ পুন:গঠন করা হোক। আইপিও’র ইতিহাসে এই প্রথম গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর লেনদেনের প্রথম দিনেই ফেসভ্যালুর নিচে নেমে গেছে। এছাড়া একই গ্রুপের আরেকটি ব্যাংক ইউনিয়ন ব্যাংকেরও শেয়ার দর ফেসভ্যালুর নিচে। পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা তথা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পর্ষদ পুন:গঠনের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.