Tuesday, April 22, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিএসইসি‘র নিরাপত্তা জোরদার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সব কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘ্নভাবে পরিচালনা করা যায়। এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োজিত করেছে বিএসইসি। গত ১ এপ্রিল থেকে আনসার বাহীনির সদস্যরা এই পরিকাঠামোর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ বিষয়টি নিয়ে তথ্য দেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করছে। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জন আনসার সদস্য বিভিন্ন শিফটে দায়িত্ব পালনের কথা থাকলে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। বর্তমানে বিএসইসির নিরাপত্তায় তিনটি শিফটে ১৫ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চারজন সদস্য অস্ত্রধারী রয়েছেন। তাদের মধ্যে দুজন সদস্য চেয়ারম্যান ও কমিশনার ফ্লোরে দায়িত্ব পালন করছেন। অন্য দুজন প্রধান ফটকের দায়িত্বে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোরে একজন আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করছেন। আরেকজনকে অস্ত্র ছাড়াই দায়িত্ব পালন করতে দেখা যায়। এ ছাড়া লিফট থেকে বের হয়ে ওই ফ্লোরে প্রবেশের আগেই আরো একজন আনসার সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। ভবনের ভেতর ছাড়াও বিএসইসির সামনে বেশ কয়েকজন আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের মধ্যে একজনকে বিএসইসিতে ঢোকার প্রবেশদ্বারে সার্বক্ষণিক অবস্থান করতে দেখা যায়।

কথা বলে জানা গেছে, এখনো আনসার সদস্যদের পুরোপুরি দায়িত্ব বণ্টন করা হয়নি। কোন ফ্লোরে কতজন নিরাপত্তার দায়িত্বে থাকবেন, সেটাও নির্ধারণ করা হয়নি। বর্তমানে সকালে ছয়, বিকালে ছয় এবং রাতের শিফটে তিনজন করে আনসার থাকছেন। আনসার সদস্যদের আবাসন ব্যবস্থার বন্দোবস্ত না হওয়ায় সেখানে নিয়োজিত ২৬ জন দায়িত্ব পালন করছেন না বলে তথ্য পাওয়া গেছে।

বিএসইসিতে দায়িত্বরত একজন আনসার সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যানের সঙ্গে তাদের ডিউটি। অফিস চলাকালীন তাদের সবসময় ডিউটি পালন করতে হবে। নিরাপত্তার জন্য তাদের শটগান দেওয়া হয়েছে। সেখানে থাকার ব্যবস্থা না হওয়ায় সবাই এখনো কাজে যোগ দেননি। তবে যতটুকু জানতে পেরেছেন, থাকার ব্যবস্থার পরিবর্তে দায়িত্ব পালনের জন্য তাদের ভাতা দেওয়া হবে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, সিকিউরিটিজ কমিশন ভবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আনসার নিয়োজিত করার প্রসঙ্গে সভায় আলোচনা করা হয়েছে। আলোচনায় কমিশনকে গুরত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) বিবেচনায় কমিশন ভবনের নিরাপত্তা বিধানে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন থেকে গত ১৭ মার্চ বিএসইসিতে একটি চিঠি পাঠায়। চিঠিতে বর্ণিত শর্তে আবাসন সুবিধা ব্যতিরেকে মোট ২৬ জন সশস্ত্র আনসার নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের কথা হলে তিনি বলেন, বিএসইসি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। প্রক্রিয়া মেনে নিরাপত্তা ব্যবস্থার জন্য আনসার সদস্য চেয়ে আবেদন করা হয়েছিল। নির্ধারিত পদ্ধতি মেনে ২৬ জন আনসার দেওয়া হয়েছে। বিএসইসির নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা।

উল্লেখ, চলতি বছরের গত ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে নির্ধারিত কমিশন সভা চলাকালে কিছু কর্মকর্তা-কর্মচারী সভাকক্ষে জোরপূর্বক এবং অনধিকার প্রবেশ করে তাদেরকে অবরুদ্ধ করেন। কিছু কর্মকর্তা-কর্মচারী একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের প্রায় চার ঘণ্টা বোর্ড রুমে আটকে রাখেন। তখন তারা ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। তখন ভবনের সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট এবং সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করে। পরের দিন ৬ মার্চ রাতে অবরুদ্ধের ঘটনার সঙ্গে জড়িত ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান মো. আশিকুর রহমান। তবে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্ত হয়েছেন তাদের সবাই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles