Home / রাজনীতি / বিলাসী জীবন প্রশ্নের জবাব দিলেন ছাত্রলীগ সভাপতি জয়

বিলাসী জীবন প্রশ্নের জবাব দিলেন ছাত্রলীগ সভাপতি জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  ছোট বেলা থেকেই আমি আমার বাবার গাড়িতে চড়ে চড়েই বড় হয়েছি,কিন্তু আমি ছাত্র রাজনীতি করি বিধায় আমার বাবার ইচ্ছা যে তাঁর ছেলে হলে থাকবে।যারা অভিযোগ দিচ্ছে তারা ও জানে,এখন আমার কথা আমি আমার পরিবার

থেকেই এগুলো মেইনটেইন করে এগিয়ে যাচ্ছি, আমার বাবার মাসিক চার ৪ লাখ টাকার মত তার পিছনে কোম্পানি খরচ করে।সেইখানে যদি আমি ঢাকার শহরে পঞ্চাশ-ষাট হাজার টাকার ও একটি ফ্লাটে থাকি তাহলে তো সেটা অবান্তর কিছু না।

আমার ফ্লাটের ভাড়া যদি বাইশ-তেইশ হাজার টাকা হয় সেটা তো আহামরি কিছু না, এই জিনিসটাকে পুঁজি করে অনেকে বারবার বলছে বিলাসী জীবন,বিলাসী জীবন কখনোই আমরা মেনে চলি না,আমরা ছাত্রনেতা হিসেবে যে ধরনের কর্মকাণ্ড করা দরকার সেই কর্মকাণ্ড করেই আমরা এগিয়ে যাচ্ছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

Check Also

নিরপেক্ষ নির্বাচন করবে তা পাগলেও বিশ্বাস করবে না: রিজভী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *