Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / বিশ্ব শেয়ারবাজারে ধস: আতঙ্কিত বিশেষজ্ঞরা

বিশ্ব শেয়ারবাজারে ধস: আতঙ্কিত বিশেষজ্ঞরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিশ্ব শেয়ারবাজার তথা আমেরিকা-ইউরোপের শেয়ারবাজারে এক প্রকার ধসের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হয়েছে। এশিয়ার শেয়ারবাজারগুলোও আশঙ্কাজনকভাবে লেনদেন শেষ হয়েছে। টানা ৫ কার্যদিবসে বিশ্বের বড় বড় শেয়ারবাজারগুলোতে এরকম দরপতনে আতঙ্কিত হয়ে উঠেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যেখানে বিশ্ববিখ্যাত শেয়ারবাজারগুলোতে ইনডেক্সের বড় পতন হচ্ছে সেখানে আমাদের দেশে বড় পতন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হলে চলমান গতিশীল শেয়ারবাজারের ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন তারা।

নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  ব্যাপক দরপতনে সপ্তাহ শেষ করেছে রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। সারা সপ্তাহজুড়েও শেয়ারবাজারগুলোতে বেশ নেতিবাচক অবস্থা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.৫৮ শতাংশ বা ৫৩৩.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৩২৯০.০৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৪৫ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১.৩১ শতাংশ বা ৫৫.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৬৬.৪৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৯১ শতাংশ কমেছে।

নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ১৩০.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০৩০.৩৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.২৮ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ১.৬৩ শতাংশ বা ২৬৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১৪৩.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ৩.৩০ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:   যুক্তরাষ্ট্রের মতো ব্যাপক দরপতনে সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.৯০ শতাংশ বা ১৩৫.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০১৭.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৬৩ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.৭৮ শতাংশ বা ২৭৯.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৪৮.০৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৫৬ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৬ শতাংশ বা ৯৭.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫৬৯.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৮ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ৪৯৫.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫২১৮.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৪ শতাংশ কমেছে।

এশিয়ার শেয়ারবাজার:  সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ৫৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৯৬৪.০৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০৫ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৮৫ শতাংশ বা ২৪২.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৮০১.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৪ শতাংশ কমেছে।

চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.০১ শতাংশ বা ০.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৫২৫.১০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮০ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২১.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৪৪.৪৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৫ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ৫.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৪৪.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.৪৪ শতাংশ কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *