ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আমেরিকা, ইউরোপসহ এশিয়ার প্রতিটি শেয়ারবাজারেই ব্যাপক দরপতনে লেনদেন শেষ হয়েছে। গেল দুই সপ্তাহ ধরে মন্দাবস্থায় বিরাজ করছে বিশ্ব শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: ব্যাপক দরপতনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ২.৫৩ শতাংশ বা ৯০৫.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৮৯৯.৩৪ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৭১ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.২৭ শতাংশ বা ১০৬.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫৯৪.৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ২.৩৪ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.২৩ শতাংশ বা ৩৫৩.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৯১.৬৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৩.১৪ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ২.৪২ শতাংশ বা ৪১১.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৬২৪.৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৮৮ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের চেয়ে আরো খারাপ অবস্থায় রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ৩.৬৪ শতাংশ বা ২৬৬.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০৪৪.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.৪৯ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ৪.১৫ শতাংশ বা ৬৬০.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২৫৭.০৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৫৯ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৭৫ শতাংশ বা ৩৩৬.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৭৩৯.৭৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.২৪ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৬০ শতাংশ বা ১২৪৫.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৮৫২.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৪৩ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহজুড়ে এশিয়ার শেয়ারবাজারও কারেকশনে রয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ২.৫৩ শতাংশ বা ৭৪৭.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৭৫১.৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩৪ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ২.৬৭ শতাংশ বা ৬৫৯.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪০৮০.৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৮৭ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৫৬ শতাংশ বা ২০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৫৬৪.০৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১০ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৮৭ শতাংশ বা ১৬৮৭.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭১০৭.১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.২৪ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭২ শতাংশ বা ৫৫.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১১৬.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.০৪ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু