ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ৩০ নভেম্বর, বুধবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, তসরিফা ইন্ডান্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, শমরিতা হসপিটাল, প্রিমিয়ার লিজিং, ন্যাশনাল টিউবস, ড্রাগন সোয়টার, পাওয়ার গ্রিড, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এদিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.