ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ৯৮ পয়সা লোকসান হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির সমন্বিতভাবে লোকসান হয়েছে ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা লোকশান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ১৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.