ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতনে রয়েছে বিশ্ব শেয়ারবাজার। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে এশিয়ার শেয়ারবাজারেও রয়েছে নেতিবাচক প্রভাব। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: পতন থেকে বের হতে পারছে না যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৮৫ শতাংশ বা ২৮১.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৯২০.৪৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৬ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১.১১ শতাংশ বা ৪৩.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৮৫২.৩৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ২.০৮ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৯৭ শতাংশ বা ১০৫.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৭০৫.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৭২ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: অব্যাহত দরপতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.২৭ শতাংশ বা ৯৪.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৩৩২.১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৯৩ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৬৭ শতাংশ বা ৯৩.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৯৩.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩২ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৭০.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৪৫২.৬৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩৭ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৩৭.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৬৮৮.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪৩ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: বিশ্বের অন্যান্য দেশের মতো পতনে সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.৮৭ শতাংশ বা ৫২৪.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৫২৭.১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৪ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ৮২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৪৫০.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২৬ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.০২ শতাংশ বা ০.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১৬৭.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২২ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৪৬১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৩৩৭.৮১ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৬ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০১ শতাংশ বা ৩২.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৪০.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৬ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু