ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একইসঙ্গে এসময়ের মধ্যে প্রাণ গেছে ১০ জনের। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১০ জনকে নিয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।
আরো জানা যায়, রবিবার দেশে ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন, ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.