Tuesday, April 22, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ব্র্যাক ব্যাংক ও বেঙ্গল এইটকেন স্পেন্স ট্রাভেলসের মেডিকেল টুরিজ্যম ক্যাম্পেইনে সহজ হলো শ্রীলঙ্কায় চিকিৎসা নেওয়ার সুবিধা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কায় প্রিমিয়াম চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেঙ্গল এ এইটকেন স্পেন্স ট্রাভেলস লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। শ্রীলঙ্কায় মেডিকেল ট্যুরিজম নিয়ে বাংলাদেশে এটিই প্রথম এ ধরনের কোনো ক্যাম্পেইন।  এই উদ্যোগের ফলে ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডহোল্ডাররা শ্রীলঙ্কার উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। আসিরি গ্রুপ অব হসপিটালস, মেলস্টা হসপিটালস এবং দ্য লঙ্কা হসপিটালসহ শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় হাসপাতালে
ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ১৫% ছাড় উপভোগ করতে পারবেন।

বেঙ্গল এইটকেন স্পেন্স ট্রাভেলস হলো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ট্রাভেল কোম্পানি। এটি এইটকেন স্পেন্স ট্রাভেলস শ্রীলঙ্কার একটি অঙ্গপ্রতিষ্ঠান এবং বেঙ্গল এয়ারলিফট গ্রুপের একটি জয়েন্ট ভেঞ্চার। এইটকেন স্পেন্স ট্রাভেলস হলো শ্রীলঙ্কার বৃহত্তম এবং সবচেয়ে প্রতিষ্ঠিত ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি।

এই আকর্ষণীয় অফারটি ব্র্যাক ব্যাংকের ভিসা ইনফিনিট, ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, তারা ওয়ার্ল্ড, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড মিলেনিয়াল, ভিসা অ্যান্ড মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ডস, প্রিমিয়াম ব্যাংকিং সিগনেচার অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং প্লাটিনাম ডেবিট কার্ডস এবং ব্র্যাক ব্যাংক ভিসা মেডিকেল ডেবিট কার্ডহোল্ডাররা উপভোগ করতে পারবেন।

এই অফার সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “কার্ডহোল্ডারদের জন্য শ্রীলঙ্কার উন্নত চিকিৎসা সেবা সহজতর করতে পেরে আমরা বেশ আনন্দিত।

সুস্বাস্থ্য এবং উন্নত মেডিকেল সেবার সুযোগ তৈরির মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা অর্জনে সবসময় সচেষ্ট। এই উদ্যোগটি গ্রাহকদের ব্যতিক্রমী এবং সুবিধাজনক অফার দেওয়ার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।”

বেঙ্গল এইটকেন স্পেন্স ট্রাভেলসের কান্ট্রি ম্যানেজার রোশন মাদুরাওয়ালা বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের নির্বিঘ্ন ভ্রমণব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আন্তঃসীমান্ত
স্বাস্থ্যব্যবস্থাও শক্তিশালী করেছে।”

১১ মার্চ ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles