ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিজিআইসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৬০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯.০০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৮.৩০ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ টাকা ৩০ পয়সা বা ৮.৫৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- মেট্রো স্পিনিং, প্রগতি ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
Recent Comments