শনিবার, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমিশার লুকোচুরি
spot_img

মিশার লুকোচুরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের চলচ্চিত্রে ভিলেন মানেই মিশা সওদাগর। গুণী এই অভিনেতা সিনেমার পাশাপাশি ওটিটিতেও এরইমধ্যে দেখা দিয়েছেন। তবে শুধু ভিলেন চরিত্র দিয়ে নয়, ইদানিং ভিন্ন ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন ভক্তদের।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি লুক নিজের ফেসবুকে পোস্ট লিখেছেন ‘অসহায়’। যেখানে তাকে এলোমেলো চুল, ছেঁড়া পাঞ্জাবি আর শিকল পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে এটা কোনো সিনেমা নাকি ওয়েব সিরিজের লুক সেটি স্পষ্ট করেননি এই অভিনেতা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মিশা সওদাগর বলেন, ‘এখনই লুকটি কিসের সেটা নিয়ে বলতে চাই না। একটুকু বলবো, লুকটির মতোই দারুণ একটি চমক নিয়ে আসছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এভাবেই নিজেকে ভাঙতে-গড়তে চাই।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার এক ডজনের বেশি সিনেমা। পাশাপাশি একের পর যুক্ত হচ্ছেন নতুন নতুন সিনেমাতে। তবু দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ শঙ্কার কথাই শোনালেন এই অভিনেতা। তিনি বলেন, ‘বাংলাদেশে শিল্পী সংকট প্রচুর। গোটা চলচ্চিত্র এখন সংকটের মুখে। বিক্ষিপ্তভাবে কিছু ভালো কাজ হচ্ছে। এখন অডিয়েন্সের টেস্ট মাথায় রেখে নির্মাতারা ছবি বানাচ্ছেন এবং বানানো উচিতও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!