ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘মোজো’ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪” এ দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক সমস্ত কোমল পানীয় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করেছে মোজো।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম (রুমন), চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) রেজাউল করিম, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০০৬ সালে মোজো যখন বাংলাদেশের কোলা মার্কেটে আত্মপ্রকাশ করে, তখন স্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সহজ ছিল না। দেশি কোলা ব্র্যান্ড হিসেবে বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে, মোজো তার ইউনিক প্যাকেজিং, নিত্যনতুন মার্কেটিং কৌশল এবং উৎসবকেন্দ্রিক ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের হৃদয়ে জায়গা করে নেয়। ১৮ বছরের ধারাবাহিক প্রচেষ্টায় মোজো দেশের সবচেয়ে জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
২০২৩ সালে মোজো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়িয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয়। প্রতিটি বোতল বিক্রির ১ টাকা প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের জন্য দান করে তারা একটি মানবিক ক্যাম্পেইনের সূচনা করে। এই উদ্যোগটি দেশ-বিদেশে প্রশংসিত হয় এবং তরুণ প্রজন্মের মধ্যে মোজোর জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করে।
মোজোর এই অর্জন বাংলাদেশের বেভারেজ শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। কোম্পানির কর্মকর্তারা জানান, তরুণদের ভালোবাসা এবং সমর্থনই তাদের এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি। এই জয় বাংলাদেশের, এই জয় তারুণ্যের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
Recent Comments