ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সোমবার ৪ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান কমেছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৫৬ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ৩০ টাকা ১০ পয়সা। কোম্পানিটি ১০ হাজার ২৭২ বারে ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে ফু-ওয়াং সিরামিক ৩৪ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে এবং ফু-ওয়াং ফুড ২৩ কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকার অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই, আফতাব অটো, মুন্নু ফেব্রিক্স, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, গ্রামীণফোন এবং অলিম্পিক এক্সেসরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.