Tuesday, April 22, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শিলংয়ের এমন ঠান্ডায় অভ্যস্ত হামজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুপুরের পর থেকেই শিলংয়ের তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যার পর তাপমাত্রা নামে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের বিপরীত তাপমাত্রা বাংলাদেশে। এই সময়ে ঢাকার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

ঢাকায় যেখানে গরম অনুভব হয়, সেখানে শিলংয়ে ঠান্ডা। দুই রকম কন্ডিশনে কিছুটা সমস্যায় পড়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে শিলংয়ের এমন কন্ডিশন ব্রিটিশ প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর জন্য সমস্যার নয়। কারণ ইংল্যান্ডে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলার অভ্যাস আছে তার। বরং সেখানকার কন্ডিশনে নিজের সেরাটা মেলে ধরার সুবর্ণ সুযোগ হামজার জন্য।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ ফুটবল দল।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৯০৮ ফুট উচ্চতায় অবস্থিত শিলং। শহরের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯ মার্চ প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপকে হারানো ভারত আসল লড়াইয়ের আগে সেরা প্রস্তুতি নিয়েছে।

কোনো দেশের বিপক্ষে ম্যাচ না খেলা জামাল ভূঁইয়া-তারিক কাজীরা শিলংয়ের আবহাওয়ায় খাপ খাওয়ার জন্য সৌদি আরবের তায়েফে গিয়ে ক্যাম্প করেছিলেন। তায়েফে সন্ধ্যার পর ঠান্ডা পড়ে, বাংলাদেশ দল সেই সময় অনুশীলন করেছিল। তবে শিলংয়ে শুধু ঠান্ডা নয়, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ সেখানকার উচ্চতা। সেই উচ্চতা ও ঠান্ডা কন্ডিশন জয় করার চ্যালেঞ্জ নেওয়া বাংলাদেশ তাকিয়ে হামজার দিকে।

লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় হামজা দেওয়ান চৌধুরী। লিস্টার সিটির জার্সিতে এফএ কাপের শিরোপা জেতা এ ফুটবলারের প্রতি একসময় আগ্রহ দেখিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’-এর একটি প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। ২০১৮-১৯ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন হামজা। যুব দলের হয়ে সাতটি ম্যাচ খেলেন তিনি।

দ্য সানের মতে, কোনো ত্রুটি ছাড়াই খেলা এবং কড়া ট্যাকলের দক্ষতায় ইংলিশ যুব দলে জায়গা করে নেন হামজা। সেই সময় বার্সেলোনা দলবদলের কথাও হয়েছিল। বার্সা যাওয়ার আলোচনাটা চূড়ান্ত ধাপে না যাওয়াতেই হামজাকে পেয়েছে বাংলাদেশ।

হামজা উন্মাদনার মধ্যে গতকাল শিলংয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মেঘালয় রাজ্যের রাজধানীতে পৌঁছানো হ্যাভিয়ের ক্যাবরেরার দল এবার মাঠের লড়াইয়ের প্রস্তুতি নেমেছে। শুক্রবার ১ ঘণ্টার অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে লাল-সবুজের জার্সিধারীদের। গতকালও বাংলাদেশের অনুশীলনে মধ্যমণি ছিলেন হামজা। কখনো তারিক কাজী, আবার কখনো বা সাদ উদ্দিনের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্ডার। হামজাকে নিয়ে বাংলাদেশ দল যেন এক সুখী পরিবার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles