ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাটকের শুটিং চলাকালে রোববার দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। গতকাল শুটিং সেট থেকে তার সহশিল্পী তৌসিফ মাহবুব সমকালকে জানান, দুর্ঘটনার শিকার হওয়ার পর তটিনীকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। আঘাত খুব বেশি গুরুতর নয়। তবে দুই-তিন দিনের মধ্যে শুটিংয়ে অংশ নেবেন না।
আজ জানা গেল, আগের চেয়ে এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। তটিনী বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-একদিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাল্লাহ।
জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ শিরোনামের নাটকের শুটিং করছিলেন তটিনী। এ সময় অসাবধানতাবশত একটি লাইটস্ট্যান্ড তার ওপর ভেঙ্গে পড়ে। এতে মাথায় গুরুতর চোট পান তিনি। দ্রুত তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কথা বলতে নিষেধ রয়েছে।
মন মঞ্জিলে নাটকটি পরিচালনা করছেন হাসিব হোসাইন রাখি। এতে তটিনীর বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
Recent Comments