Tuesday, April 22, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে: লোকসান বেড়েছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অর্থাৎ ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন কার্যদিবসে সূচকের পতন হয়েছে, আর দুই কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে ডিএসই‘র বাজার মূলধন কমেছে ২ হাজার ২২৩ কোটি টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, সমাপ্ত সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩.৯৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ। এদিকে ডিএসইএস সূচক বেড়েছে ৪.৮৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৩.২১ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১ টির, কমেছে ২৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার ও ইউনিটের দর। আলোচ্য সময়ের শুরুতে ডিএসই‘র বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা।

সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন কমেছে ২ হাজার ২২৩ কোটি টাকা বা ০.৩৩ শতাংশ।

উল্লেখ, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬২৭ কোটি ১১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮০৯ কোটি ২৬ লাখ টাকা। যা বিদায়ী সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫০ লাখ টাকা বা ১৯.৭৯ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles