ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯ থেকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৬টি খাতের দর বেড়েছে। বাকি ৫টি খাতের দর কমেছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ০.৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতের। এই খাতে দর বেড়ে ৫.০৪ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে টেক্সটাইল খাতের দর ৩.৫৭ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং সিরামিক খাতের দর ৩.৪২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবাসন খাতের দর ২.৮৫, ভ্রমণ ও অবকাশ খাতে ২.৭৯, কাগজ ও প্রকাশনা খাতের দর ২.৭৮, কর্পোরেশন বন্ডের দর ১.১১, ওষুধ ও রসায়ন খাতের দর ০.৮৩, সিমেন্ট খাতের দর ০.৭৮, ট্যানারি খাতে ০.৭৫, প্রকৌশল খাতে দর ০.৬৪, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৩৪, ব্যাংক খাতে ০.৩৩, বিবিধ খাতে ০.২৭, টেলিকমিউনিকেশনে ০.২০ এবং পাট খাতে ০.১৫ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৬ খাতে দর বাড়লেও কমেছে ৫টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। খাতটিতে ১.৬৩ শতাংশ দর কমেছে। সপ্তাহটিতে মিউচুয়াল ফান্ড খাতে ০.৯৮, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৭২, আর্থিক খাতের দর ০.৫৬ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ০.৪৮ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.