ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মঙ্গলবার ২১ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪১ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫. ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭. ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৯.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ পয়েন্টে।
ডিএসইতে ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৪ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উথানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.