ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ নভেম্বর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১০ টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬২ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.২৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১ পয়েন্টে।
ডিএসইতে ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১২ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.