ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৫ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৫৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সি পার্ল বিচের ২৪ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং লাভেলোর ১৮ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ব্যাংক, ফার ইস্ট নিটিং, স্যালভো কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যালস, বিচ হ্যাচারি, সোনালী পেপার এবং জেমিনি সী ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.