ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভস লিমিটেডের বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি এই বন্ড ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজার থেকে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য হবে ১ লাখ টাকা।
উল্লেখ, ব্যাবসা সম্প্রসারণ এবং ব্যাংক ঋণ পরিশোধের কাজে এ অর্থ ব্যবহার করবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.