ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির দুই স্পন্সর পরিচালক স্ত্রী ও ছেলে-মেয়ের কাছে শেয়ার হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ১৫ এপ্রিল, ২০২৫ তারিখে দুই স্পন্সর পরিচালক এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির স্পন্সর পরিচালক মোঃ আলমগীর কবির তার ছেলে সোলায়মান কবিরের নামে কোম্পানির ২৯ লাখ ৭০ হাজার শেয়ার, তার স্ত্রী কামরুন নাহারের নামে কোম্পানির ১৫ লাখ শেয়ার, মেয়ে রাইসা কবিরের নামে ৫ লাখ শেয়ার, ছেলে রায়হানুল কবিরের নামে ৫ লাখ শেয়ার এবং মেয়ে নুসাইবাহ কবিরকে কোম্পানির ৫ লাখ শেয়ার হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন।
মোঃ আলমগীর কবির যাদেরকে শেয়ার হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন, তারা সকলেই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার। এই স্পন্সর পরিচালক আগামী ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে আলোচ্য পরিমান শেয়ার হস্তান্তর করবেন।
এছাড়া ক্রাউন সিমেন্টের আরেকজন স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগামী ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তার ছেলে সালেহীন মুসফিক সাদাফের কাছে কোম্পানির ১৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা করেছেন। ছেলে সালেহীন মুসফিক সাদাফ কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.