ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হজ মৌসুমের আগে পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া কার্যক্রম দ্রুত বাড়িয়েছে শ্রীলংকা সরকার। প্রতিদিন অতিরিক্ত ২৫০টি পাসপোর্ট প্রদান করা হচ্ছে, যাতে হজযাত্রীরা সহজে তাদের ভ্রমণের প্রস্তুতি নিতে পারেন। আমরা দাবাদিভা ও হজযাত্রীদের জন্য পাসপোর্ট ইস্যু করছি। সে লক্ষ্যে প্রতিদিন ২৫০টি পাসপোর্ট প্রদান করা হচ্ছে।
তবে অনলাইন আবেদন ব্যবস্থার কারণে তৈরি হওয়া জটিলতা পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করছে। মন্ত্রী বলেন, উদাহরণস্বরূপ, যদি আমরা আজ অনলাইনে আবেদন করার চেষ্টা করি, তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়া যাবে ২৭ জুন।
সাধারণত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার এক মাস পর পাসপোর্ট ইস্যু করা হয়। তবে জরুরি প্রয়োজনে এক দিনের মধ্যেও পাসপোর্ট ইস্যুর সুবিধা রয়েছে বলে জানান তিনি। ইমিগ্রেশন ও এমিগ্রেশন বিভাগ প্রতিদিন গড়ে ২,৯০০টি পাসপোর্ট ইস্যু করছে। তবে বিপুল চাহিদার কারণে এতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এ বিষয়ে বিজেপালা বলেন, অভ্যন্তরীণভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। আপনি চাইলে কমিটির সামনে গিয়ে আপনার জরুরি প্রয়োজন ব্যাখ্যা করতে পারেন এবং সেদিনই আপনার পাসপোর্ট পেতে পারেন। মন্ত্রী আরও জানান, সরকার এই পাসপোর্ট সংকটের কার্যকর সমাধান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং হজযাত্রীসহ অন্যান্য নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.