ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পুনরায় সংঘাত শুরু হওয়ায় ‘হতাশা’ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটি হামাসের কাছে একজন থাই নাগরিকসহ অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে।
চলতি বছর ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর নতুন করে আলোচনায় না গিয়ে গত মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। এই হামলা শান্তির সম্ভাবনাকে ভেস্তে দিয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে এই হামলায় ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
শুক্রবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় পুনরায় সংঘাত শুরু হওয়ায় থাইল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থাইল্যান্ড সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সংঘাত বন্ধ, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নের জন্য পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি একজন থাই নাগরিকসহ অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও দুই থাই নাগরিকের মরদেহ প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরায়েলে হামলা চালায়, তখন ৩১ জন থাই নাগরিককে অপহরণ করা হয়। এদের মধ্যে ২৩ জনকে ওই বছরের শেষের দিকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া গত মে মাসে দুইজন থাই নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
জানুয়ারিতে যুদ্ধবিরতির পর ফেব্রুয়ারিতে আরও পাঁচজন অপহৃত থাই নাগরিক দেশে ফিরে আসেন। বাকি একজন এখনও গাজায় জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.