Home / বিনোদন / ৩০ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন আমির-সালমান

৩০ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন আমির-সালমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৯৯৪-এর অন্যতম সেরা ও জনপ্রিয় ছবি ‘আন্দাজ় আপনা আপনা’। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও সালমান খান। দর্শকের মন জয় করে পরবর্তীতে সমান জনপ্রিয় থেকে যায় সেই ছবি। প্রায় ২৯ বছর পর আবারও নাকি একসঙ্গে রূপালি পর্দায় ফিরছেন বলিউডের অন্যতম শীর্ষ এই দুই তারকা।

জানা গেছে, গত সপ্তাহে সালমান খানকে দেখা গিয়েছিলো আমির খানের বাড়িতে। আর তারপর থেকেই দুই খানের সাক্ষাৎ কেন হতে পারে তা নিয়ে তৈরি হয় জল্পনা।

পিংক ভিলা বলেছে, সালমান এবং আমির গত মাসে কাজের কারণেই নাকি একাধিকবার দেখা করেছিলেন। তাদের মতে, সালমান খানকে একটি নতুন ছবিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন আমির খান। যা তিনি তার ব্যানারে ‘আমির খান প্রোডাকশন’র অধীনে নির্মাণ করতে ইচ্ছুক।

আমির খান গত ছয় মাস ধরে তার পরিচালক আরএস প্রসানার সঙ্গে তার আসন্ন সিনেমার স্ক্রিপ্টের ওপর কাজ করেছেন। আর সেই সিনেমার চূড়ান্ত খসড়া হাতে থাকায়, আমির বিশ্বাস করেন সালমান খান তার সিনেমার একটি চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত হবেন। তাই তিনি সালমানকে ছবিটির অংশ হতে প্রস্তাব দিয়েছেন। আর সালমানও সেই সিনেমায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও বলা হয় সেই প্রতিবেদনে।

অভিনেতা হিসাবে উক্ত ছবিতে কাজ না করলেও শোনা যাচ্ছে, ছবির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে চলেছেন আমির খান। ছবির বিষয় আমিরের মনের খুব কাছের, তাই শুধু প্রযোজনার দিক থেকেই নয়, ছবির অন্যান্য গুরুত্বপূ্র্ণ দিকেও নজর দেবেন ‘আমির খান প্রোডাকশন্‌স’-এর কর্ণধার।

জানা গেছে মাস খানেকের মধ্যেই প্রযোজক আমিরকে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সালমান খান। সব কিছু ঠিক থাকলে, শিগগিরই একসঙ্গে শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন এই জুটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

Check Also

আব্রামের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। আজ ২৭ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *