ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ধর্মপ্রাণ মুসল্লিদের বৃহত্তম দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে। ঈদ-উল-আযহা ও সাপ্তাহিক ছুটি সহ মোট ৫ দিনের ছুটির কবলে পড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং সিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগামীকাল ১৪ জুন (শুক্রবার) ও ১৫ জুন (শনিবার) সাপ্তাহিক ছুটি। এদিকে ১৬ জুন, ২০২৪ তারিখ (রোববার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে বন্ধ থাকবে পুঁজিবাজার। এই হিসেবে মোট পাঁচ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে আগামী ১৯ জুন, ২০২৪ তারিখ (বুধবার) পুঁজিবাজারের লেনদেন যথারীতি শুরু হবে।
উল্লেখ, ১৯ জুন পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০ টায়। চলবে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত। এদিন পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.