রবিবার, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্য‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ
spot_img

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ছিল ১২৪।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৬৮ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উজবেকিস্তানের তাসখন্দ। ১৫১ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে চীনের উহান, ১৪২ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৩৫ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ভারতের কলকাতা।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!