Home / কোম্পানি সংবাদ / ইপিএস বেশি দেখিয়েছে ন্যাশনাল পলিমার

ইপিএস বেশি দেখিয়েছে ন্যাশনাল পলিমার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত ২০২০-২১ অর্থবছরের ৩য় প্রান্তিকে যা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তার চেয়ে ৫১ শতাংশ বেশি দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ১১ মে প্রকাশিত ইপিএস ভূল দেখালেও তা গতকাল মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সংশোধন করে সঠিক তথ্য প্রকাশ করেছে কোম্পানি কতৃপক্ষ।

ন্যাশনাল পলিমার কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির ২০২০-২১ অর্থবছরের ৩য় প্রান্তিকে (জানু.-মার্চ ২১) প্রকৃত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ০.৯১ টাকা। কিন্তু তারা গত ১১ মে ১.৩৭ টাকা বলে তথ্য প্রকাশ করে। অর্থাৎ ইপিএস ০.৪৬ টাকা বা ৫১ শতাংশ বেশি দেখিয়েছিল।

এদিকে ৯ মাসে (জুলাই ২০-মার্চ ২১) ইপিএস দেখিয়েছিল ২.৬৮ টাকা। কিন্তু প্রকৃত ইপিএস হচ্ছে ১.৭৭ টাকা। এ হিসেবে ইপিএস বেশি দেখিয়েছিল ০.৯১ টাকা বা ৫১ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

Check Also

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *