Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / একনজরে আন্তর্জাতিক শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

একনজরে আন্তর্জাতিক শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। অন্যদিকে কারেকশনে সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ারবাজার। এছাড়া শেষ কার্যদিবস উত্থানে থাকলেও সপ্তাহজুড়ে দরপতনের মধ্যেই রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৯ শতাংশ বা ১৯০.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৯৩০.৩৩ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক অপরবর্তীত রয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৩৪ শতাংশ বা ১১.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯৭.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৭২ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ৪৬.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩১১.৮০ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৬৫ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮০৯.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০.৭২ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:  সপ্তাহজুড়ে দরপতনে লেনদেন শেষ করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১৯ শতাংশ বা ১১.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০০১.৮৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৪৫ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৫১ শতাংশ বা ৬৫.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৬৪.৮০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৬ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৪.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৯৬.৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৪ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ৭১.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৬৯৫.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৬ শতাংশ কমেছে।

এশিয়ার শেয়ারবাজার:  শেষ কার্যদিবস উত্থানে থাকলেও দরপতনের মধ্যে দিয়ে সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৩৯.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯২০.৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৫৮ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৩০ শতাংশ বা ৩২২.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫১১৩.৮৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৭ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৫০ শতাংশ বা ১৬.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮০.৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬১ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ২১৪.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪৩৪.৭২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৭ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ০.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫২৮.৫৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.০৪ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *