Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার

ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতনে থেকে বের হয়ে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার। তবে  আমেরিকা, ইউরোপ ভালো অবস্থায় থাকলেও মন্দাবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: পতন থেকে বের হয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৫৩ শতাংশ বা ১৭৬.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩২০৩.৯৩ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৬ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৫৯ শতাংশ বা ২২.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪৪.৮২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.২০ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ২১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪৯৭.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৯৪ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের শেয়ারবাজারেও উত্থান হয়েছে। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০৫ শতাংশ বা ৩.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭৩.০১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৯২ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ২৬.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৪০.৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৪ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫০৪.৯০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮১ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ৬৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৮৭৭.৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮০ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার: পতনে সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ২৭২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬২৩৫.২৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৬৯ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ৮৬.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৫৯৩.০৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৩ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.২৮ শতাংশ বা ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০৪৫.৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৮৫ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬১ শতাংশ বা ৯৮০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯৮৪৫.২৯ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪৩ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ১১.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৫৭.৭০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫২ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *