Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / চাঙ্গা বিশ্ব শেয়ারবাজার

চাঙ্গা বিশ্ব শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে বিশ্ব শেয়ারবাজার। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব বিরাজ করেছে। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.০৯ শতাংশ বা ৩৮২.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫২৯৪.৭৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৫৮ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৭৫ শতাংশ বা ৩৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭১.৩৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৮২ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ৭৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৯৭.৩৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.১৮ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৭৬ শতাংশ বা ১২৭.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৭১.৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.১৫ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:   যুক্তরাষ্ট্রের মতো চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৭ শতাংশ বা ২৬.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২৩৪.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৯৫ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ১২৪.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৮৭.৩৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৫১ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪২.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭২৭.৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৫৫ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ২১১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৪৮৯.১৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৮ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  উত্থানে শেষ দিন পার করলে সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় ছিল এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.৮১ শতাংশ বা ৫১৭.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯০৬৮.৬৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৬৪ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৪৮ শতাংশ বা ৩৬৮.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৩৩০.৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৬৯ শতাংশ বেড়েছে।

চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৪০ শতাংশ বা ১৪.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭২.৩৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫৫ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৫৬৮.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১৩০৫.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৭৩ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ৯.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৭৩.৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍১.৯৬ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *