রবিবার, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও আরবান ডিজাইনের নতুন অংশীদারিত্ব
spot_img

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও আরবান ডিজাইনের নতুন অংশীদারিত্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: [ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫]- গ্রাহকদের জন্য সহজলভ্য গৃহঋণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সম্প্রতি আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সম্প্রতি এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস।সমঝোতা স্মারকটিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষ থেকে রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার হাসিব এম. আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর রিটেইল বিজনেস বিভাগের ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, মর্টগেজ বিভাগের প্রধান মেহেদী মাহমুদ খান, হোম লোন সেলস (মেট্রো) বিভাগের প্রধান মো. ইমরান হোসেন এবং ধানমন্ডি শাখার ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম খান। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ও মার্কেটিং বিভাগের ক্লাস্টার হেড মো. সাব্বির আমিন এবং শাহেদ পারভেজ।এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আরও বেশি ব্যক্তি ও পরিবারের নিজস্ব অ্যাপার্টমেন্টের স্বপ্ন পূরণের পথে সহায়তা জোরদার করতে চায়।

যৌথ এই উদ্যোগের ফলে গ্রাহকরা সমন্বিত আর্থিক ও রিয়েল এস্টেট সল্যুশনের মাধ্যমে আরও সহজ, কার্যকর ও নিরবচ্ছিন্ন হোম লোন এবং সম্পত্তি ক্রয় করতে পারবেন। এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসিতে আমরা সবসময় এমন অংশীদার খুঁজি যারা মানুষের স্বপ্নপূরণে পাশে থাকে। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর সঙ্গে এই চুক্তি আমাদের সেই লক্ষ্যকেই আরও শক্তিশালী করবে। আমরা চাই গ্রাহকরা যেন সহজেই নিজেদের অ্যাপার্টমেন্টের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, যা দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার হাসিব এম. আবদুল্লাহ বলেন, “আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা আরও সহজে নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন।পাশাপাশি তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগে আরও আর্থিক স্বাচ্ছন্দ্য ও সুবিধা পাবেন।”

এই অংশীদারিত্ব আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন, যা অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে মানুষকে শক্তিশালী করে তোলার এবং টেকসই সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর আগামী গড়ে তোলার যাত্রাকে আরও এগিয়ে নেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!